You are currently viewing ডামুড্যায় হাত পা বাধা তরুনীর লাশ উদ্ধার !!
ছবি: প্রতিকি লাশ

ডামুড্যায় হাত পা বাধা তরুনীর লাশ উদ্ধার !!

স্থানীয় প্রতিনিধি, শরীয়তপুর
২২ অক্টোবর,২০২০ খ্রি:
শরীয়তপুর জেলাধীন ডামুড্যা উপজেলার কুলকুড়ি গ্রামের খালে আজ সকালে এক তরুনীর লাশ ভেসে থাকতে দেখা যায়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

মেয়েটির ব্যাপারে খোজঁ নিয়ে জানা যায়, নাম কাজল, পিতার নাম আলাউদ্দীন ছৈয়াল।
কুলকুড়ি গ্রামের বাসিন্দা। মেয়েটির পিতা জানান- গতকাল (বুধবার, ২১-১০-২০২০)
রাত অনুমান ৭ ঘটিকায় কাজল পাশের বাড়িতে টিভি দেখতে যায়।
আমি এশার নামাজের পর বাড়ি ফিরলে ওকে বাসায় পাইনি।
পরে রাত ১০টায় পাশের বাড়ি গিয়ে খোজ নিলে তারা জানায় কাজল তাদের বাসায় গিয়ে বেশি সময় থাকেনি,
অনেক আগেই নাকি চলে এসেছে। আমি লোকজন নিয়ে আশপাশে খোজ করলেও কোথাও পাইনি।
সকালে কাজলের মা খালের কাছে গেলে হাত, পা ও মুখ বাধা অবস্থায় খালের পানিতে কাজলের লাশ দেখতে পায়।

এ বিষয়ে ডামুড্যা থানার ওসি (তদন্ত) এমারত হোসেন জানান,
আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।
মেয়েটির মৃত্যু কিভাবে হলো এবিষয়ে আমরা খোজ নেওয়ার চেষ্টা করছি। এখনো কোনো অভিযোগ বা মামলা হয়নি।
পরবর্তীতে মামলা হলে সে অনুপাতে রহস্য উদঘাটনে কাজ করবো।

স্থানীয় লোকজন মনে করছেন বিষয়টি ধর্ষণ ঘটিত কারণে হত্যাকান্ড হতে পারে।
এছাড়া এধরনের ঘটনায় এখন সারাদেশ সয়লাব। ইদানিং ধর্ষনের সর্বোচ্চ শাস্তি “মৃত্যুদন্ড”
ঘোষণা ও কাযকর হওয়ার পরও থেমে নেই এমন নৃশংস ঘটনা।

Leave a Reply